Application
আবেদন
আপনার সনদ পত্র, প্রশংসা পত্র , ছাড়পত্র ও প্রত্যয়নপত্র ইত্যাদি পেতে নিচের নিয়মগুলো অনুসরণ করুন।
ক.আপনার প্রয়োজনীয় বিষয়টি উল্লেখ করে অধ্যক্ষ বরাবর আবেদন করুন।
খ.কমপক্ষে তিনদিনের সময় নিয়ে আবেদন করুন।
গ.আবেদনপত্রে নাম, ঠিকানা ও জন্মতারিখ ইত্যাদি স্পষ্ট করে লিখতে হবে।
ঘ.প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ফি পরিশোধ করুন।
ঙ.নির্ধারিত ফি নিম্নরুপ :
> সনদ পত্র - ৩০০ টাকা,
> প্রশংসা পত্র - ৩০০ টাকা,
> ছাড়পত্র= ১০০০ টাকা,